রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার 'এইচ' ইউনিটের ফল শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এদের মধ্যে জোড় ও বিজোড় রোল নম্বরধারীদের মেধাক্রমনুসারে মোট ১২০৩ জনকে প্রাথমিকভাবে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মামুন-উর-রশীদ খন্দকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধাক্রমানুযায়ী বিজোড় রোল নম্বরধারীদের মধ্যে প্রথম ৬০১ জন এবং জোড়ের প্রথম ৬০২ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে।
বিজোড় রোল নম্বরধারীদের আগামী ১৯ নভেম্বর এবং জোড়দের ২০ নভেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের পর ২২ তারিখে ভর্তির জন্য চূড়ান্ত মেধা ও অপেক্ষমানদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সাক্ষাৎকারের জন্য নির্বাচিতদের আগামী ১৬ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রদত্ত ছক ও নিয়মানুযায়ী বিষয় পছন্দ ফর্ম পূরণ করতে হবে।
সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি এবং ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের স্বাক্ষরিত প্রবেশপত্রের মূল কপি নিয়ে আসতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ