জীবনে প্রথমবারের মত আজ ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার ২৩টি ইউনিয়নে সোমবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়। ২৩টি ইউনিয়নে ১১১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাধিকার প্রয়োগ করছেন ৪ লাখ ৩৮ হাজার ৭৫৮ জন ভোটার।
১৯৪৭ সালে দেশভাগের পর থেকে কোনো ধরণের ভোটাধিকার ছিল না ছিটমহলের বাসিন্দাদের। গত বছর ভারত-বাংলাদেশের মধ্যে এক চুক্তির মাধ্যমে বিলুপ্ত হয় ছিট মহল। যার ফলে ৬৯ বছর পর আজ এই এলাকার মানুষ প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৩