জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার দুপুরে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , ‘ডি’ ইউনিটের ৫৯০টি আসনের (মানবিক ৩৬০, বিজ্ঞান ১৪৪, বাণিজ্য ও অন্যান্য ৮৬) বিপরীতে ৪৮ হাজার ২৬ জন আবেদনকৃত শিক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। ‘ডি’ ইউনিটের ( সামাজিক বিজ্ঞান অনুষদ) মানবিক শাখায় ২ হাজার ১২৫ জন, বিজ্ঞান শাখায় ৩ হাজার ৫৫৩ জন এবং বাণিজ্য ও অন্যান্য শাখায় ১ হাজার ৬৮২ জনসহ মোট ৭ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৪