দেশব্যাপী র্যাবের বিভিন্ন ক্যাম্পের বিশেষ অভিযানে ১২ লাখ ৫০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া এ কাজের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিজানুর রহমান ভূঞাঁ এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে মিজানুর রহমান ভূঞাঁ জানান, গত ২৪ ঘণ্টার দেশব্যাপী র্যাব অভিযান চালিয়ে ১২ লক্ষ ৫০ হাজার জাল টাকা, জালনোট ছাপার কাজে ব্যবহৃত ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কিবোর্ড, ২টি প্রিন্টার, ৭৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২টি মোবাইল উদ্ধার করে। একই সঙ্গে এই অপরাধের সাথে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/০৮ নভেম্বর ২০১৬/হিমেল-০১