মিয়ানমারের বিমান বাহিনীর প্রধান জেনারেল কিন অং মিয়ন্ত আজ বুধবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বৈঠকে বলেন, বাংলাদেশ উন্নতমানের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এবং বিভিন্ন দেশের সামরিক কর্মকর্তারা এখানে প্রশিক্ষণ নিচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশে প্রশিক্ষণ গ্রহণে মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর জন্য অনেক সুযোগ রয়েছে এবং মিয়ানমার এই সুযোগ কাজে লাগাতে পারে। এতে দু’দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে সম্পর্ক আরো বৃদ্ধি পাবে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি দু’দেশের উচ্চ পযার্য়ের প্রতিরক্ষা কর্মকর্তাদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পাশাপাশি সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো বৃদ্ধি পেতে পারে।
বৈঠকে জেনারেল কিন মিয়ন্ত বলেন, তার দেশের অনেক প্রতিরক্ষা কর্মকর্তা বাংলাদেশে প্রশিক্ষণ নিচ্ছে। তিনি বলেন, মিয়ানমারে নৌ বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ নেয়ার সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশের নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের মিয়ানমারে প্রশিক্ষণ গ্রহণের আমন্ত্রণ জানান।
বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২