আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। শহীদ নূর হোসেন ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ এমন লেখা স্লোগান নিয়ে বিক্ষোভ করেছিলেন। পরে রাজধানীর জিরো পয়েন্টে (শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের গুলিতে শহীদ হন তিনি।
জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শহীদ নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দেওয়া হবে। আর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার