নয় হাজার ৬৩৪ কোটি টাকার নতুন ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। একনেক চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাানন, প্রকল্পগুলোর মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৬৩৪ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ নেওয়া হবে ৪ হাজার ৮৭৬ কোটি টাকা। বাকি অর্থ সরকারের তহবিল (জিওবি) থেকে দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৬/মাহবুব