প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী সিনেটর বেনেদেত্তো দেলা ভেদোভা।
বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী জঙ্গি-সন্ত্রাসবাদ দমন করতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেছেন, সরকার এদের হোতা এবং অর্থ ও অস্ত্রদাতাদের খুঁজে বের করার কাজ করছে।
সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের মানুষকে সচেতন করতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন শেখ হাসিনা।
ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের কাছে প্রধানমন্ত্রীর সমবেদনা পৌঁছে দেবেন তিনি।
সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়ে এ বিষয়ে বাংলাদেশের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।