রিজার্ভ থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরি হওয়া দেড় কোটি ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান এ কথা জানিয়েছেন। খবর বিডি নিউজের।
ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজি হাসান বলেন, আমাদের অ্যাম্বাসেডর অর্থ গ্রহণ করেছেন। এটার প্রসেসিং চলছে। আজ আমাদের এখানে ছুটি, কাল তো সবখানে ছুটি। সোম-মঙ্গলবারের মধ্যে এটা আমাদের রিজার্ভে যোগ হবে।
এর আগে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ আগেই জানিয়েছিলেন, একটি ক্যাসিনোর মালিক কিম অং এবং তার ইস্টার্ন হাওয়াই লেজার কোম্পানির ফেরত দেওয়া দেড় কোটি ডলার ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত ছিল। ক্যাসিনো মালিক অং দুই দফায় এক কোটি ডলারের বেশি ফেরত দেন। তার দাবি ছিল, এই অর্থ তিনি দুইজন চীনা জুয়াড়ির কাছ থেকে নিয়েছিলেন।
গত সেপ্টেম্বরে ফিলিপাইনের আদালত বাংলাদেশ ব্যাংককে এই দেড় কোটি ডলারের মালিক হিসেবে স্বীকৃতি দিয়ে তা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। এরপরই অর্থ ফেরানোর প্রক্রিয়া শুরু করে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
বিডি-প্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৬/ আফরোজ