শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, 'জ্ঞান, বিজ্ঞান, দক্ষতা ও প্রযুক্তি নিয়ে এদেশের শিশুরা বেড়ে উঠবে। নতুন প্রজন্ম হবে আধুনিক বাংলাদেশ গড়ার সুদক্ষ নির্মাতা। আমরা তাদের সেভাবেই গড়ে তুলতে চাই।'
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ডিআরইউ আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওয়াইফাই জোন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘ভবিষ্যৎ প্রতিযোগিতামূলক বিশ্বে আগামী প্রজন্ম যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে সেই লক্ষ্যেই দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করে নতুন শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। নতুন শিক্ষানীতিতে শিক্ষার সুষ্ঠুমান, নৈতিকতা ও শারীরিক শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া হয়েছে। বাংলাদেশে কোনো ইস্যুতেই সরকারি দল, বিরোধী দল একমত হয়েছে এমন ইতিহাস নেই। শুধু শিক্ষানীতির ব্যাপারে কোনো দল বিরোধিতা করেনি, সবাই সমর্থন করেছে। এটা খুবই শুভ লক্ষণ।’
ডিআরইউ সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।
বিডি প্রতিদিন/ ১২ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৬