মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির অনুষ্ঠানে অংশ নিতে রবিবার টাঙ্গাইলে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এদিন বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল স্টেডিয়ামে হেলিপ্যাডে অবতরণ করবে তাকে বহনকারী হেলিকপ্টার।
এরপর সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠান শেষে দুপুর একটা ৪৫ মিনিটে রাষ্ট্রপতি সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টার দিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান।
বিডি প্রতিদিন/ ১৩ নভেম্বর ২০১৬/মাহবুব