বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশসহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শেরপুর থানা পুলিশ জানায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ১০ জন পুলিশ একটি ট্রাকযোগে তাদের পুরাতন পোষাক পরিবর্তন করে নতুন পোষাক আনার জন্য ঢাকায় যাচ্ছিল। এ সময় রাত দেড়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার মহিপুর বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দিনাজপুরগামী সার বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ৪ পুলিশ নিহত হয়। আহত হয় ৭জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ পুলিশসহ ৩ জন মারা যায়।
বিডি প্রতিদিন/ ১৩ নভেম্বর ২০১৬/মাহবুব/হিমেল-০২