জাতীয় নবান্ন উৎসব-১৪২৩ আগামী পহেলা অগ্রহায়ণ মঙ্গলবার উদযাপিত হবে। উৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে ঢাবির চারুকলা ইনস্টিটিউটের বকুলতলা ও ধানমণ্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে ল্যাবএইডের সহযোগিতায় প্রতি বছরের মতো এবারও উৎসবটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সকাল ৭টা ১ মিনিটে উৎসবের অনুষ্ঠানমালা শুরু হবে। এ বছরের উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী নবান্ন কথনে অংশ নেবেন পর্ষদের চেয়ারপার্সন লায়লা হাসান, আহ্বায়ক শাহরিয়ার সালাম এবং উৎসবের সহযোগী ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক। উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনার পাশাপাশি থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার