রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় বিএনপি'র যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুসহ দলটির ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। একইসঙ্গে পলাতক সকল আসামিকে গ্রেফতার করা গেল কিনা সে বিষয়ে আগামী ২৭ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রবিবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, উল্লেখযোগ্য পলাতক আসামি বিএনপি'র যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলসহ ২২ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এছাড়া কারাগারে থাকা হাবিব উন নবী খান সোহেলের জামিন আবেদন এদিন নাকচ করে দেন বিচারক। জামিনে থাকা আমানুল্লাহ আমান, রাজীব আহসান, জয়নুল আবেদীনসহ পাঁচজন ফের জামিন পেয়েছেন। এছাড়া এম কে আনোয়ার, শওকত মাহমুদ অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাইলে তাদের আবেদন মঞ্জুর হয়।
মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১৩ ফেব্রুয়ারি ২০ দলীয় ঐক্যজোটের ডাকা হরতাল অবরোধ চলাকালে পল্টন মডেল থানা এলাকার শান্তিনগর চামেলীবাগ চৌরাস্তায় অবস্থিত টুইন টাওয়ারের সামনে একটি পিকআপভ্যানের চালক রফিকুল ইসলামকে হত্যাচেষ্টা এবং মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গার সৃষ্টি করে গাড়িটিতে আগুন ধরিয়ে দেন আসামিরা। এ ঘটনায় পল্টন থানার এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এরপর গত বছরের ৩০ এপ্রিল ৩০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ