রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের কাউন্সিল আগামী ৭ ও ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা আজ রবিবার বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ৭ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। পরের দিন ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কাউন্সিল। এজন্য প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ