আজ সোমবার রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
এই বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণবিস্ফোরণ ঘটার আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সরকারকে নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, "দেশে যেভাবে সহিংসতা, হত্যাকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ সংঘটিত হচ্ছে, তাতে যে কোনো সময় গণবিস্ফোরণ ঘটতে পারে। তাই গণবিস্ফোরণ ঘটার আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন দেয়ার আহ্বান জানাচ্ছি।"
আয়োজক সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/১৪ নভেম্বর,২০১৬/তাফসীর-১