আজ পহেলা অগ্রহায়ণ জাতীয় নবান্ন উৎসব-১৪২৩। নতুন ফসল ঘরে তোলা উপলক্ষে বাংলার কৃষকরা প্রতি বছর এই উৎসব পালন করে থাকেন।
জানা যায়, চারুকলার বকুলতলায় সকালে উৎসবের প্রথম পর্ব শুরু হয়েছে। সকালে নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব একযোগে চারুকলার বকুলতলা ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। উৎসবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনার পাশাপাশি থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার