সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'রাস্তাও মেরামত হবে আওয়ামী লীগও মেরামত হবে। দলে যেসব মৌসুমী পাখি আছো, তারা ভালো হয়ে যাও। কিছু বসন্তের কোকিলও আছে, তারাও সংশোধন হয়ে যাও।'
আজ সকাল ১১টায় ঝিনাইদহের কালিগঞ্জ বাজারে এক পথসভায় তিনি এ কথা বলেন। যশোরের বিমানবন্দর থেকে নেমে কুষ্টিয়া যাওয়ার পথে ঝিনাইদহের কালিগঞ্জে এ পথসভা অনুষ্ঠিত হয়।
এতে তিনি আরও বলেন, 'দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন দলকে সুশৃঙ্খল ও মেরামত করতে।'
মন্ত্রী বলেন, 'নিজেদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ভোদাভেদ চলবে না। আপন ঘরে যার শত্রু তার আর অন্য কোন শত্রুর প্রয়োজন নেই। জনগণের মন জয় করতে হবে। মানুষের ভালোবাসা পেতে হবে।'
মন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন, মাহবুবুল আলম হানিফ, দীপু মণি, আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম আমিন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, গোলাম রব্বানি চিনু প্রমুখ।
বিডি প্রতিদিন/ ১৬ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১০/হিমেল-০৬