রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশি নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ্রিংকালে তিনি একথা জানান।
বার্নিকাট বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে তার দেশ অত্যন্ত আন্তরিক। এজন্য তিনি এবারসহ দুইবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। খোঁজ খবর নিয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া নারী, পুরুষ ও শিশুদের।
পরে তিনি মুচনী নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেন। নয়াপাড়া শরনার্থী ক্যাম্পে রোহিঙ্গারা মিয়ানমারে রাখাইনদের নির্যাতনের চিত্র তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন।
এর আগে, সকাল সাড়ে ১০টায় মার্কিন রাষ্ট্রদূত হ্নীলার লেদায় অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।
লেদাস্থ আইএমওর স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত এনজিও কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং বস্তি পরিদর্শন করেন। রোহিঙ্গাদের সাথে কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা(আইওএম) বাংলাদেশ অফিস প্রধান পে পে কেবি ছিদ্দিকী, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ, উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার চাউলাউ মারমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল আলম প্রমুখ।
বিডি-প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/মাহবুব