বর্ষীয়ান রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। আজ রবিবার এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।
শ্রিংলা বলেন, ‘আমরা ড. জয়া সেনগুপ্ত ও তার পরিবারের অন্যান্য সদস্য, তার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষিদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
এই রাজনীতিবিদের সঙ্গে বহুবার বিভিন্ন অনুষ্ঠানে তার সাক্ষাৎ হয়েছে উল্লেখ করে শেষবারের স্মৃতিচারণ করে শ্রিংলা বলেন, ‘মাত্র কয়েকদিন আগে জাতীয় সংসদ চত্বরে সরস্বতী পূজার অনুষ্ঠানে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও সেখানে উপস্থিত ছিলেন।’
এই কূটনৈতিক বলেন, ‘তিনি নিঃসন্দেহে একজন খ্যাতিমান, বিচক্ষণ ও মর্যাদাশীল রাজনৈতিক নেতা ছিলেন। তার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।’
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম