দেশের প্রথম সংবিধান প্রণয়ন কমিটির সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত এবং জাতীয় চার নেতার অন্যতম এ এইচ এম কামারুজ্জামানের স্ত্রী জাহানারা জামানের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গৃহীত হয়েছে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়।
দুপুরে এক ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জনান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
রবিবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসাপাতালে পরলোকগমন করেন দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
এদিকে, রবিবার দিনগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর গুলশানের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সহধর্মিনী জাহানারা জামান।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম