প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগের জন্য নাম সুপারিশ করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ সোমবার সন্ধ্যায় দেখা করতে যাচ্ছে সার্চ কমিটি। রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন বিষয়টি জানিয়েছেন।
এর আগে নাম চূড়ান্ত করতে সোমবার বিকাল ৪টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকে বসেছেন সার্চ কমিটির সদস্যরা। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটির সবাই উপস্থিত আছেন এ বৈঠকে।
নতুন ইসি গঠনের জন্য ২৫ জানুয়ারি সার্চ কমিটি গঠনের পর এটি কমিটির চতুর্থ বৈঠক। এ বৈঠক শেষ করেই সার্চ কমিটির প্রতিবেদন ও সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবেন সার্চ কমিটির সদস্যরা।
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের মেয়াদ শেষ হওয়ার দু'দিন আগে কমিটি রাষ্ট্রপতির কাছে ১০টি নাম প্রস্তাব করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বর্তমান সিইসি'র মেয়াদ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ