ভোক্তা পর্যায়ে ফের গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সংস্থাটি।
গ্যাসের দাম বেড়ে কত হচ্ছে এবং কবে থেকে বর্ধিত দাম কার্যকর হবে তা সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানা গেছে।
বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই দাম কার্যকর করে বিইআরসি।
আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা দেয়া হতো।
বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম