শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করায় দল হিসেবে বিএনপির একুশের চেতনা পরিপন্থি মনোভাব ফুটে উঠেছে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ডুটা)। এছাড়া শহীদ মিনারের মূল বেদীতে উঠে খালেদা জিয়া ও বিএনপি নেতারা ভাষা শহীদদের প্রতি চরম অশ্রদ্ধা করেছে বলেও মনে করেন শিক্ষকরা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে ডুটা।
ডুটার সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্ল্যাহ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অমর একুশের প্রথম প্রহরে সমগ্র জাতির পক্ষ হতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীর নিচে দাঁড়িয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। রীতি অনুযায়ী একুশের প্রথম প্রহরে খালি পায়ে দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে মূল বেদিতে পুষ্পাঞ্জলি দিয়ে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। অত্যন্ত বেদনার সাথে আমরা লক্ষ্য করলাম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ও দলটির সিনিয়র নেতারা পুষ্পস্তবক অর্পণের জন্য রীতি ভঙ্গ করে শহীদ মিনারের মূল বেদীতে উঠে পড়েন। বিএনসিসি সদস্যদের বাধা সত্ত্বেও শহীদ মিনারের সর্বোচ্চ ধাপে তারা উঠে যান। তাদের এ কর্মকাণ্ডে আমরা বিস্মিত ও মর্মাহত। এর মধ্য দিয়ে দল হিসেবে বিএনপি’র একুশের চেতনা পরিপন্থি মনোভাব এবং শহীদ মিনার ও ভাষা শহীদদের প্রতি অশ্রদ্ধা ফুটে উঠেছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ