প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বিশ্বায়নের সঙ্গে তাল মেলানোর পাশাপাশি বাংলাকে আন্তর্জাতিকীকরণের জন্য ইংরেজির প্রয়োজন রয়েছে।
আজ শনিবার বিকেলে ফৌজদারহাট ক্যাডেট কলেজে ইংলিশ স্পিকিং ইউনিয়ন (ইএসইউ) আয়োজিত একটি আন্তর্জাতিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নতুন প্রজন্মকে ইংরেজিতে দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়ে ড. গওহর রিজভী বলেন, ‘ইংরেজি বাংলার শত্রু নয়, বরং আমাদের মাতৃভাষার বিস্তার এবং আন্তর্জাতিক প্রয়োজনে ইংরেজি শেখা অত্যন্ত প্রয়োজন।’
যুক্তরাজ্যভিত্তিক ইএসইউ’র বাংলাদেশ চ্যাপ্টার ইএসইউ-বিডি আন্তর্জাতিক গণবক্তৃতা প্রতিযোগিতা (আইপিএসসি)-র জাতীয় পর্যায়ে গ্রান্ড ফিনালের আয়োজন করে।
এ অনুষ্ঠানের মাধ্যমে সেরা বক্তাদের লন্ডনে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের জন্য মনোনীত করা হয়ে থাকে।
সিলেকশন-পর্বে উত্তীর্ণ হওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের ৮ জন প্রতিযোগী গ্রান্ড ফিনালেতে অংশ নেয়। ফৌজদারহাট ক্যাডেট কলেজের ক্যাডেট তাহমিদ বিন বাশার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন এবং চলতি বছর মে মাসে লন্ডনে অনুষ্ঠেয় আইপিএসসি’র আন্তর্জাতিক পর্বের জন্য নির্বাচিত হন।
ইএসইউ-বিডি’র চেয়ারম্যান মোহাম্মদ আসিফ এ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী।
ইএসইউ-বিডি’র সাধারণ সম্পাদক মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস ও ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রিন্সিপাল লে. কর্নেল মোহাম্মদ রাকিব উদ্দিন ভূঁইয়াও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম