সিলেটে আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করেছে।
হাসপাতালের বিশ্ববিখ্যাত নিউরোসার্জন ডা. লি কিমের অধীন তিনি চিকিৎসাধীন। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেছেন, চিকিৎসকরা কিছু পরীক্ষা দিয়েছেন। ঐসব পরীক্ষার প্রতিবেদন ২৪ ঘন্টার মধ্যে হাতে আসার পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন চিকিৎসকরা।
গত শনিবার সিলেটের শিববাড়ির আতিয়া মহল বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চলাকালে জঙ্গিদের বোমা বিস্ফোরণে লে. কর্নেল আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। বিস্ফোরিত বোমার একটি স্লিন্টার লে. কর্নেল আজাদের এক চোখ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছে যায়। ওই দিন রাতে হেলিকপ্টারে করে তাকে সিলেট থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/২৮ মার্চ, ২০১৭/ফারজানা