মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে পরপর চার বার বিকট শব্দে কেঁপে উঠে সিলেটের দক্ষিণ সুরমার গোটা শিববাড়ি এলাকা। তবে এ বিস্ফোরণ নিয়ে এখনো সংশ্লিষ্টদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল থেকে সেনা কমান্ডোরা ভবনটিতে তল্লাশি চালানোর পাশাপাশি বিস্ফোরক নিষ্ক্রিয়করণের কাজ করছেন।ঘটনাস্থলের আশপাশে উপস্থিত সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, জঙ্গিদের ছড়িয়ে রাখা বিস্ফোরক নিষ্ক্রিয় করার জন্য সেনা কমান্ডোরা এ বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন।
উল্লেখ্য, শিববাড়ি এলাকার আতিয়া মহলের যে ভবনে জঙ্গিরা আস্তানা গেড়েছিল, সেই ভবনটির দেয়াল এবং অন্যান্য স্থানে প্রচুর বিস্ফোরক ছড়িয়ে রেখেছিল বলে এর আগে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল। তারা আরও জানান, অভিযানে জঙ্গি নিহত হয়েছে এবং আর কোনো জঙ্গি জীবিত নেই।
বিডি প্রতিদিন/২৮ মার্চ, ২০১৭/ফারজানা