বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কুমিল্লাবাসী সরকারি দলের দুঃশাসনের জবাব দিয়েছে। সারাদেশের মানুষ যদি ভোট দেয়ার অধিকার পেতো তাহলে সারাদেশেই তাদের এ করুণ পরাজয় হতো। শুক্রবার রাজধানীতে জাতীয় জাদুঘর মিলনায়তনে স্ত্রী হাসনা মওদুদের লেখা একটি কবিতার বই প্রকাশনার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় মওদুদ আরো বলেন, ভোট কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই করে অবাধে সিলমারা, জাল ভোট প্রদানের ঘটনা সেখানে না ঘটলে আমাদের ধানের শীষের মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হতেন।
তিনি আরো বলেন, জনগণ আজ অবরুদ্ধ। সারাদেশ যেন কারাগারে পরিণত হয়েছে। জাতি এ থেকে পরিত্রাণ চায়। আর মানুষ ভোটের অধিকার পেলেই বর্তমান সরকারকে প্রত্যাখান করে বিএনপিকে আবার ক্ষমতায় বসাবে।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল