মৌলভীবাজার পৌরসভার বড়হাটে একটি বাড়িতে জঙ্গি আস্তানায় সোয়াট সদস্যদের অভিযান চলছে। অভিযানে প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গেছে। শুক্রবার বিকাল ৪টা থেকে ৪টা ৩৬ মিনিট পর্যন্ত একটানা গোলাগুলির শব্দ শোনা যায়। এ সময়ে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
ধারণা করা হচ্ছে, সোয়াত সদস্যরা অভিযানের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। এর আগে শুক্রবার সকাল ৯টা ৫২ মিনিটে বড়হাটের এই বাড়িতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে বড়হাটের ওই বাড়ির সামনে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়। পৌনে ৮টার দিকে সিটিটিসি'র সোয়াত টিমের সদস্যরা সেখানে এসে পৌঁছান। রাতে অভিযান চালানো বেশি ঝুঁকিপূর্ণ বলে সকালে অভিযান চালানোর সিদ্দান্ত নেওয়া হয়।
জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের একটি বাড়ি ঘিরে রাখে পুলিশ ও সিটিটিসি। বুধবার সন্ধ্যায় নাসিরপুরের আস্তানায় অভিযান শুরু করে সোয়াট। পরে আলোর স্বল্পতার কারণে রাতে অভিযান স্থগিত রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার পরে আবার অভিযান শুরু করে সোয়াট। বিকালে অভিযান শেষ হয়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল