এবছর বাংলা নববর্ষে ইলিশের পরিবর্তে সরপুঁটি ও পান্তা ভাত দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আর সংগঠনগুলোর এমন উদ্যোগের প্রশংসা করে স্বাগত জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে নববর্ষের খাবারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি। এতে নেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সেখানে তিনি স্বরপুঁটি, পান্তা আর আলু ভর্তা দিয়ে সকালের নাস্তা করেন।
এই আয়োজনে আরও অংশ নেন ছাত্রলীগ, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রহমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া প্রমুখ।
এ প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘দেশের সব মানুষের সারা বছর ইলিশ খাওয়ার কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্য ইলিশের পরিবর্তে অন্যান্য মাছ ও তরকারি দিয়ে পয়লা বৈশাখ উদযাপন করেছেন। এটি খুবই ভালো উদ্যোগ। একে স্বাগত জানাই। ’
সাংবাদিক সমিতির মতো নববর্ষ উপলক্ষে ইলিশের পরিবর্তে শাক-সবজি, ভর্তা, স্বরপুঁটি মাছ ও পান্তা ভাত দিয়ে বৈশাখ উদযাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের পলাশী, ফুলার রোড, মল চত্ত্বর, ভিসি চত্ত্বর, হাকিম চত্ত্বর, মধুর ক্যান্টিন, দোয়েল চত্ত্বর, কার্জন হল, শহীদুল্লাহ হল পুকুর পাড়, জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, মুহসীন হল মাঠ, সিনেট ভবনসহ বিভিন্ন স্থানে ঘুরে একই চিত্র দেখা গেছে। বিভিন্ন এলাকা ও বিভাগ ভিত্তিক কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে তারাও ইলিশ বর্জন করেছেন।
চার্জ দে অ্যাফেয়ার্স অব সূর্যসেন হল নামের সংগঠনের মিজবাহ আলম জানান, ‘একমাস ইলিশ না খেলে সারা বছর সবাই ইলিশ খেতে পারবে। আর ইলিশের উৎপাদন বেশি হলে দামও সবার আওতার মধ্যে থাকবে। তাই আমাদের এই উদ্যোগ। ’
বিডি-প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/মাহবুব