চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে উদ্ধারকৃত চার জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মফিদুলের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর গোরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে সন্ধ্যায় লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
তাদের মধ্যে ৩জন বিষ্ফোরণে এবং একজন গুলিতে নিহত হয়েছে বলে জানান ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মোঃ শফিকুল ইসলাম।
এদিকে রাত ৯টার দিকে জঙ্গি রফিকুল ইসলাম আবুর লাশ তার দূরসম্পর্কের চাচা ইয়াসিন আলীর কাছে দেয়া হলেও তার সাথে রক্তের সম্পর্ক না থাকায় লাশটি ফেরত নেয়া হয়।
এর আগে শুক্রবার বেলা ১২টার দিকে শিবনগরের জঙ্গি আস্তানা থেকে ৪ জনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ক্রাইম সিনের সদস্যরা।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল ২০১৭/হিমেল