যান্ত্রিক ক্রটির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে দুবাই-সিলেট-ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ফলে ঢাকাগামী ২৩ জন যাত্রী আটকা পড়েছেন সিলেট ওসামানী বিমানবন্দরে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জিল্লুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৬টায় আরব আমিরাতের দুবাই থেকে ১৭০ জন যাত্রী নিয়ে সিলেট আসে বিমানের বিজি-০৫২ ফ্লাইট। সিলেট থেকে সাড়ে ৭টায় ঢাকা যাবার কথা থাকলেও অবতরণের পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সিলেটের যাত্রীরা নেমে গেলেও ২৩ জন যাত্রী ঢাকা যাবার জন্য বিমান বন্দরে আটকা পড়েন।
ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ সিলেট আসছে। বেলা দেড়টা থেকে দুইটার মধ্যে যাত্রীদের ঢাকায় নিয়ে যাওয়া হবে বলে জানান ওই বিমানের কর্মকর্তা।
বিডি প্রতিদিন/২৯ এপ্রিল, ২০১৭/ ই জাহান