ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে স্থাপিত মুক্তিযুদ্ধের বিখ্যাত ভাস্কর্য ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর।
এর আগে, গত ১০ মে রাতে গুরুতর অসুস্থ অবস্থায় সৈয়দ আব্দুল্লাহ খালিদ রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ও মেডিসিন) বিভাগের সহযোগী অধ্যাপক এ এস এম আরিফ হাসানের অধীনে চিকিৎসাধীন ছিলেন তিনি।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের আলোচিত ভাস্কর্যগুলোর মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা।১৯৭৩ সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং পাঁচ বছর পর ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর ভাস্কর্যটির উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব