জাতীয় পানি নীতির অনুকরণে বিস্তীর্ণ হাওর অঞ্চলের বেড়ি বাঁধগুলোর সুষ্ঠু রক্ষণা-বেক্ষণ ও তদারকির জন্য গ্রাম, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কৃষক ও জনপ্রতিনিধি নিয়ে স্থানীয়ভাবে কমিটি করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে গ্রাম পর্যায়ে সমিতি ও ইউনিয়ন পর্যায়ে এসোসিয়েশন এবং উপজেলা পর্যায়ে ফেডারেশন গঠনের সুপারিশ করা হয়।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. ফরিদুল হক খান, রেজওয়ান আহাম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় এবং সেলিনা জাহান লিটা অংশ নেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সংসদ সচিবালয় জানায়, বৈঠকে সিলেট অঞ্চলে সাম্প্রতিক অকাল বন্যার প্রভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অবকাঠামোগুলোর সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের (ওয়ারপো) জনবল সমস্যা সমাধানের জন্য প্রতিটি উপজেলায় জনবল নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হয়। এছাড়া বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ৩য় ও ৪র্থ শ্রেণির সব পদে আউট সোর্সিংয়ের পরিবর্তে সরাসরি নিয়োগের সুপারিশ করা হয়।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব