রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে নব্য জেএমবির ২ সদস্যকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো নব্য জেএমবি সদস্য ঝিনাইদহ সদর উপজেলার নাথচিনা গ্রামের রুস্তম আলীর ছেলে আশরাফুল আলম (৩২) ও মহেশপুর উপজেলার বুজিতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে মেহেদী হাসান সবুজ।
বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তাদের আটক করে পুলিশ।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার এস আই সামছুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ঢাকার সায়েদাবাদ বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির এ দুই সক্রিয় সদস্যকে আটক করে। তাদের ঢাকা থেকে মহেশপুর আনা হচ্ছে।