২০১৭-১৭ অর্থবছরের বাজেটের অর্থ সংগ্রহের উৎস সমূহ সম্পর্কে বাজেট অধিবেশনে বিবরণ পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যেখানে বাজেটের অর্থ সংগ্রহের মূল উৎস ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ন্ত্রিত কর। এ খাত থেকে অর্থ আসবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা, যা বাজেট আকারের ৬২ শতাংশ। বাকি অর্থ আসবে অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ, বৈদেশিক অনুদান, এনবিআর বহির্ভূত কর এবং কর ব্যতীত প্রাপ্তি থেকে।
প্রস্তাবিত বাজেটে অর্থায়নের উৎস হিসেবে দেখানো হয়েছে বৈদেশিক অনুদান ১ দশমিক ৪ শতাংশ। অভ্যন্তরীণ ঋণ ১৫ দশমিক ১ শতাংশ। কর ব্যতীত আয়ের প্রত্যাশা ৭ দশমিক ৮ শতাংশ। জাতীয় রাজস্ব বর্হিভূত কর ২ দশমিক ১ শতাংশ। জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর ৬২ শতাংশ। রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর এরমধ্যে মূল্য সংযোজন কর ৩৬ দশমিক ৮ শতাংশ, আমদানি শুল্ক ১২ দশমিক ১ শতাংশ, আয়কর ৩৪ দশমিক ৩ শতাংশ, সম্পূরক কর ১৫ দশমিক ৫ শতাংশ এবং অন্যান্য ১ দশমিক ৩ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’ স্লোগানকে সামনে রেখে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
এর আগে দেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার সকাল ১০টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অনুমোদন দেওয়া হয়। বৈঠক চলে বেলা ১টা পর্যন্ত। এবারের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা।
বিডি প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ ই জাহান