২০১৭-১৮ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৪ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
একই সঙ্গে কাঙ্ক্ষিত এই লক্ষ্যমাত্রা অর্জনে রাজস্ব আয়, বিনিয়োগ ও বৈদেশিক সাহায্য বৃদ্ধি, রপ্তানি আয় ও প্রবাসী আয়ের ওপর জোর দেওয়ার কথা জানান অর্থমন্ত্রী।
এদিকে, চলতি (২০১৬-১৭) বাজেটে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭.২ শতাংশ। তবে নয় মাসের প্রাক্কলন অনুযায়ী ৭.২৪ শতাংশ অর্জিত হওয়ার কথা সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব