২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়ের সীমা চলতি অর্থবছরের মতোই আড়াই লাখ টাকা রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রে খানিকটা সুবিধা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এ তথ্য জানান।
চলতি অর্থবছরের মতো ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও মহিলা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতাদের করমুক্ত সীমা ৩ লাখ টাকা রাখা হয়েছে। এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের করমুক্ত আয়ের সীমা থাকছে আগের মতোই ৪ লাখ ২৫ হাজার টাকা।
তবে প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২৫ হাজার বাড়ানো হয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন , “প্রতিবন্ধী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ৩ লক্ষ ৭৫ হাজার টাকার স্থলে ৪ লক্ষ টাকা প্রস্তাব করছি।”
বিডি-প্রতিদিন/০১ জুন, ২০১৭/মাহবুব