২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় দুই লাখ ৮৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যোগান দিতে হবে ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা।
এর মধ্যে ভ্যাট থেকে সংগ্রহ করা হবে ৮৭ হাজার ৮৮৭ কোটি টাকা। আয়কর খাত থেকে আসবে ৮৬ হাজার ৮৬৭ কোটি টাকা এবং শুল্ক খাত থেকে আসবে ৭৩ হাজার ৪৩৬ কোটি টাকা।
২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। ২০১৬-১৭ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। সংশোধন করে তা ৩ লাখ ১৭ হাজার ১৭৪ কোটি টাকায় নামানো হয়।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা