২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা। আজ বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের নেতৃত্বে আনন্দ মিছিল করে দক্ষিণের নেতাকর্মীরা। এরপর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের নেতৃত্বে বিশাল মিছিল করে দক্ষিণ যুবলীগ।
জাতীয় প্রেসক্লাবের সামনে বাজেটকে স্বাগত জানিয়ে সাফিয়া খাতুন ও মাহমুদা বেগম ক্রিকের নেতৃত্বে মিছিল করে মহিলা আওয়ামী লীগ। স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও বাজেটকে স্বাগত জানিয়ে পৃথক পৃথক আনন্দ মিছিল বের করে। বিকাল পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আনন্দ মিছিল করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন মিছিলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট কে অভিনন্দন জানিয়ে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর উদ্যোগে আনন্দ মিছিল, যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে থেকে শুরু হয়ে জিপিও-পল্টন মোড় হয়ে পুনরায় যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এর নেতৃত্বে আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ানের নেতৃবৃন্দ।
মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষ্যে সরকার একটি গণমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করেছে। এ বাজেট দেশের জন্য কল্যাণ, উন্নয়ন ও সমৃদ্ধি বয়ে আনবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার