প্রস্তাবিত বাজেটে “প্রতিবন্ধীদের কল্যাণে আমাদের নানামুখী কার্যক্রম রয়েছে। এসব কার্যক্রমের বিপরীতে ২০১৭-১৮ অর্থবছরে মোট ১ হাজার ১৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা, চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৩১ শতাংশ বেশি।” বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মুহিত বলেন, “নতুন করে প্রতিটি বিভাগীয় শহরে প্রতিবন্ধী ব্যক্তির জন্য একটি করে ‘রিসোর্স কেন্দ্র’ প্রতিষ্ঠা এবং সম্ভব সকল ক্ষেত্রে কোটা সংরক্ষণের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে।”
প্রতিবন্ধীদের জন্য ইতোমধ্যে তৈরি হওয়া তথ্য ভাণ্ডার ব্যবহার করে সব প্রতিবন্ধী ব্যক্তিকে পরিচয়পত্র প্রদান করা হবে জানিয়ে তিনি বলেন, “পাশাপাশি, বিদ্যমান উন্নয়ন কার্যক্রম পুনর্বিন্যাস এবং নতুন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করব।
বাজেট বক্তৃতার শুরুর দিকে অর্থমন্ত্রী গত এক বছরে প্রতিবন্ধীদের জন্য বাস্তবায়ন করা বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।