‘এবারের বাজেট সূদুর প্রসারী বাজেট। ভিশন ২০২১ লক্ষ্য রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। এবারের বাজেট সুফল যেমন পাওয়া যাবে তেমনি ভবিষ্যতেও এ বাজেটের সুবিধা পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহষ্পতিবার সন্ধ্যায় কক্সবাজার বিমান বন্দরে এবারের বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, এবারের বাজেট নির্বাচনমুখী বাজেট নয়। কারণ সামনে আরো একটি বাজেটের পর নির্বাচন। এবারের বাজেট হচ্ছে ব্যবসাবান্ধব, কৃষিবান্ধব, গরীববান্ধব ও উন্নয়নবান্ধব বাজেট।
কক্সবাজারে ঘূর্ণিঝড় ‘মোরা’র তাণ্ডবে বিধ্বস্ত এলাকা পরিদর্শনের জন্য তিনি আজ বিকাল ৫টা ৪৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে বোয়িং বিমান অবতরণ করার পর রানওয়েতে সাংবাদিকদের বাজেট নিয়ে এসব কথা বলেন।