'আসল' বিএনপি নিয়ে নাটকীয়তা কম হয়নি, এ নিয়ে ঘটেছে হামলা, ভাঙচুর ও ধাওয়ার মতো ঘটনাও। তবে এবার রাজনীতি থেকে বিরতি দিয়েছেন 'আসল' বিএনপির মুখপাত্র ও সংগঠক কামরুল হাসান নাসিম। ব্যস্ত রয়েছেন টেলিফিল্ম নির্মাণে। এমনকি সিনেমা তৈরিরও পরিকল্পনা করছেন তিনি।
জানা গেছে, তার নির্মিত টেলিফিল্মের শ্যুটিং এরই মধ্যে শুরু হয়ে গেছে, শেষ হবে ৪ আগস্ট ।
এ প্রসঙ্গে কামরুল হাসান নাসিম জানান, দেশের নাটক-সিনেমাকে বিশ্ব মানের পর্যায়ে নিয়ে যেতে কদিন ধরে খুব ব্যস্ত। ২০১৮ সালে বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ করবো। তার আগে এই বছরে ছয়টা টেলিফিল্ম নির্মাণ করবো।
উল্লেখ্য, বিএনপিকে জিয়াউর রহমানের আদর্শে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে মাঠে নামার চেষ্টা করেন কামরুল হাসান নাসিম। কয়েক দফা বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় দখলেরও চেষ্টা করেন। তবে তার এ চেষ্টা কখনোই সফল হয়নি।
বিডি প্রতিদিন/ ৩০ জুলাই, ২০১৭/ ই জাহান