কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে আগামীকালই চুক্তি হওয়ার কথা। 'বাংলাদেশ টু বাই রাইস' শিরোনামে মঙ্গলবার সংবাদটি প্রকাশ করেছে কম্বোডিয়ার খেমার টাইমস।
কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সোয়িউং সোফারি বলেন, এ চুক্তি হয়ে গেলে বাংলাদেশ আগামী পাঁচ বছরে কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করবে। আগামীকাল বুধবার কম্বোডিয়ার পমপেনে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে চুক্তি করা হবে।
বিডি প্রতিদিন/১ আগস্ট, ২০১৭/ফারজানা