কেউ এক বছর, কেউ বা তারও বেশি সময় ধরে আটক ছিল পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে শুভায়ন নামের সরকারি হোমে। অবশেষে নিজ দেশে বাবা-মাসহ স্বজনদের কাছে ফিরে গেল হোমে আটক থাকা এই ছয় বাংলাদেশি কিশোর।
বুধবার সকাল সাড়ে ১০টায় পশ্চিমবঙ্গের হিলি সীমান্ত দিয়ে এই ৬ কিশোরকে বিজিবির হাতে তুলে দেয় বিএসএফ। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে হিলি সীমান্তে নিয়ে আসা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন হিলি ইন্টিগ্রেটেড চেক পোাস্ট (আইসিপি) ওসি নাজির হোসেন, জেলার আইন কর্মকর্তা সৌমেন্দ্রনাথ রায়, দক্ষিণ দিনাজপুর জেলা চাইল্ড লাইন সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস, প্রোটেকশন কর্মকর্তা(ডিভি), তরুণ সামন্ত, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট (ডিসিপিইউ)-এর সুবোধ দাস, বাংলাদেশ ইমিগ্রেশনের ওসি আখতাব হোসেন, বিএসএফ ও বিজিবির কর্মকর্তারা।
নিজের দেশে ফিরে যাওয়া ছয় বাংলাদেশি কিশোর হলো মহম্মদ নাজমুল হক (পিতা-মজনু মিয়া, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার অধীন নাগদাহ গ্রাম), স্বাধীন হোসেন (পিতা-মহম্মদ আবদুল হোসেন ব্যাপারী, বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থানার শাহবাজার গ্রাম), সোহান শেখ (পিতা-খসরু শেখ, বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানার জগদিয়া গ্রাম), মুন্না শেখ (পিতা-মৃত পান্না শেখ, বাড়ি ফরিদপুরের রাজবাড়ী গ্রামের রঘুনাথপুরে), সাগর চন্দ্র রায় (পিতা-মৃত কেকারু রায়, বাড়ি দিনাজপুর জেলার বিরল থানার অধীন মৌচুনা গ্রাম) এবং আব্দুল রহমান (পিতা-মো. আলম, বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট থানার কুন্দারামপুর গ্রাম)।
চাইল্ড লাইনের সেন্টার কোঅর্ডিনেটর সুরজ দাস জানান, প্রায় এক বছর আগে এদের কেউ দালালের খপ্পরে পড়ে, কেউ আবার ঘুরতে এসে রা পড়ে। তারপর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (সিডব্লিউসি) নির্দেশে চাইল্ডলাইনের মাধ্যমে শুভায়ন হোমে আশ্রয় পায় এই কিশোররা।
বিডি প্রতিদিন/২ আগস্ট, ২০১৭/ফারজানা