পটুয়াখালীর গলাচিপায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাতের যে কোন সময় আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করেছেন ওই এলাকার ইউপি সদস্য সবুজ মিয়াসহ প্রতিবেশীরা।
নিহতরা হলেন, মো. দেলোয়ার মোল্লা (৫০) তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) ও পালিত মেয়ে কাজলী আক্তার (১৫)।
ওই বসতঘরে আর কোন ব্যাক্তি না থাকায় রহস্যজনক খুনের বিষয়টি প্রকাশ পায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আমখোলা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বর) ঘটনাস্থল থেকে জানান, দিন মজুর দেলোয়ার মোল্লার বসতঘরে স্বামী-স্ত্রী ও মেয়ের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া গেছে। সারাদিন ওই ঘরের লোকজনকে দেখতে না পেয়ে বাড়ীর লোকেরা ঘরের মধ্যে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বসত ঘরের খাটে উপর তার ও স্ত্রীর ক্ষত-বিক্ষত লাশ পড়ে আছে।
একই পরিবারের তিনজন খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনির হোসেন।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, একই পরিবারের তিন ব্যক্তির লাশ ঘরের মধ্যে পড়ে আছে এলাকাবাসীর দেয়া এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ রওনা হয়ে গেছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন