ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, ঐতিহ্য বজায় রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে না। আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা প্রথম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হতেন তাদের শিক্ষক নিয়োগ দেয়া হতো। কিন্তু এখন আর সেটি হচ্ছে না।এটা অ্যালার্মিং।
ঢাবির দর্শন বিভাগের শিক্ষক তোফায়েল আহমেদের নিয়োগ স্থগিত চেয়ে করা আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেলকে এসব কথা বলেন প্রধান বিচারপতি।
হাইকোর্ট নিয়োগ অবৈধ করায় তোফায়েল আহমেদকে ক্লাস করতে দেয়া হচ্ছে না। হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রায় স্থগিত না করে 'নো অর্ডার' দেন।
বিডি প্রতিদিন/৩ আগস্ট, ২০১৭/ফারজানা