সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ বলেছেন, অর্থমন্ত্রী সংবিধানের ষোড়শ সংশোধনীর ব্যাপারে যে মন্তব্য করেছেন তা অন্তঃসারশূন্য এবং আইন ও সংবিধানের পরিপন্থী।
শনিবার সিলেট জজ কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে অর্থমন্ত্রীর 'আদালত যতবার সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করবেন, ততবার সংসদ তা পাস করবেন' করা মন্তব্য নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মনজিল মোরসেদ বলেন, অর্থমন্ত্রীর বক্তব্যটি তার ব্যক্তিগত, দলের নয়। সরকারি দল সর্বোচ্চ আদালতের রায় সম্পর্কে এখনো কোন মন্তব্য করেনি। আদালতের রায়ই চূড়ান্ত। সম্ভবত তিনি রায়ের পুরো কপি পড়েননি। কিছু সংবাদ পড়ে প্রভাবিত হয়েছেন। তিনি হয়ত মনে করছেন রাজনীতির উপর আদালত হস্তক্ষেপ করছে, আদৌ এটা সত্য নয়। তিনি মনেপ্রাণে সংবিধান ধারণ করলে এমন বক্তব্য দিতে পারতেন না।
সংবিধানে উল্লেখ আছে, আদালত যে রায় দেবে সেটাই চূড়ান্ত। কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন তা একজন বিজ্ঞ মানুষের হতে পারে না। তার এমন বক্তব্যে সুপ্রিম কোর্ট সম্পর্কে জনমনে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে। আর এমনটি হলে দেশের বিচারপ্রার্থী মানুষ বিপদে পড়ে যাবে।
তিনি আরও বলেন, অর্থমন্ত্রী আজ যা বলেন কাল তা মনে রাখতে পারেন না। তার বয়স হয়ে গেছে। না হলে তার বক্তব্যকে আদালত অবমাননার পর্যায়ে নেয়া যেতো।
বিডি প্রতিদিন/৫ আগস্ট, ২০১৭/ফারজানা/আরাফাত