আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের যে বক্তব্য দিয়েছেন সেটি তার ব্যক্তিগত অভিমত ।
রবিবার হোটেল সোনারগাঁওয়ে মেট্রোরেলের কোচ ক্রয়ের বিষয়ে আয়োজিত ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ কন্ট্র্যাক্ট প্যাকেজ-০৮’ শীর্ষক এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা-ভাবনা করছি। এখানে মাথা গরম করে কিছু করার কোনো সুযোগ নেই। ঠান্ডা মাথায় আমরা ভাবছি। যথা সময়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।’
খালেদা জিয়া ন্যায় বিচার পাচ্ছেন না বলে বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, একটা ন্যায় বিচার আর একটা অন্যায় বিচার, এটা কী হয়? বিচার বিভাগ যেখানে স্বাধীন সেখানে ন্যায় বিচারে সন্দেহ কেন? বাংলাদেশে বিচার বিভগ এখন স্বাধীন। কাজেই বেগম জিয়ার ন্যায় বিচার হবে কী হবে না, এ নিয়ে অহেতুক সন্দেহ কেন? কারণটা কী? এখন আপনি অন্যায় করলে ন্যায় বিচার পাবেন কেমন করে?"
বিডি-প্রতিদিন/ ৬ আগস্ট, ২০১৭/ তাফসীর