রাত পোহালেই ঈদুল আজহা। সেই হিসেবে গরুর বাজারের ব্যপ্তিও আর মাত্র কয়েক ঘণ্টা। এরই মাঝে রাজধানীর কোরবানির হাটগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। সময়ের সঙ্গে দাম উঠানামা করছে। বিশেষ করে সন্ধ্যার পর সব হাট গুলোতেই কোরাবানীর পশুর দাম বেশ চড়া লক্ষ করা গেছে। এদিকে বিক্রেতারা সময় বুঝে পশুর দামও বেশি বেশি হাঁকছেন।
শেষ প্রস্তুতি হিসেবে রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে পছন্দের পশু কিনতে ক্রেতারা ভিড় জমিয়েছেন। তবে নগরীর একমাত্র স্থায়ী পশুর হাটে দেখা গেছে হঠাৎ করেই গরুর সংকট। অস্থায়ী প্যান্ডেলের সব গরু শেষ হয়ে গেছে।
শুক্রবার বিকেলের পর থেকেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে হাটে। ফলে বাজেট অনুযায়ী গরু মিলছেনা গাবতলীর হাটে। তবে গরুর সংকটের কারণে হাসছেন অনেক বেপারি। যেসব বেপারি গরু রেখে দিয়েছেন তারা হাঁকছেন চড়া মূল্য।
এছাড়াও রাজধানীর ধুপখোলা, শ্মশান ঘাট, গোলাপবাগ, আফতাবনগর পশুর হাট গুলোতেও একই চিত্র লক্ষ্য করা যায়। শুক্রবার সন্ধ্যার পর থেকে রাজধানীর এসব অস্থায়ী হাটে বেশ ভিড় দেখা যায়। পছন্দের গরুটি কিনতে ক্রেতারা দরদাম করছেন। সব কিছু মিলে গেলে টাকা দিয়ে গরুর দড়ি হাতে নিয়ে বাড়ির পথ ধরছেন তারা। কিন্তু বেশির ভাগ ক্রেতার মুখ গোমরা। কারণ পছন্দসই পশু এখনও কিনতে পারেননি।
দক্ষিণ বাসাবোর বাসিন্দা আমিনুল ইসলাম বলেন, “গতকাল আমি আফতাবনগর হাটে গিয়েছিলাম। দাম বেশি বলে সেখান থেকে কিনিনি। কিন্তু আজ কমলাপুরে এসে দাম দেখলাম আরও বেশি। সময় নাই, এজন্য কিনে ফেললাম।"
পুরান ঢাকার বাসিন্দা মোঃ সেলিম বিভিন্ন হাট ঘুরেও এই রিপোর্ট লেখা পর্যন্ত কোরবানির পশু কিনতে পারেনিই। কারণ হিসেবে তিনি জানান, "সন্ধ্যার পর থেকেই প্রায় সব হাটে গরু কম। বড় গরু যেগুলো আছে সেগুলোর দাম আবার বেশি। আজকে দুপুরে গরুর দাম যা ছিল, সন্ধ্যার পর থেকে সেই গরুর দাম দেড় গুন বেড়ে গেছে। দামের সঙ্গে পছন্দসই গরু পাইনি। এজন্য এখনও কিনতে পারিনি।"
এদিকে গরু বিক্রেতাদের ভাষ্য, আজ শুক্রবার সরকারি ছুটি থাকায় সবচেয়ে বেশি লোক হাটে আসছে। কাল ঈদ। ফলে যারা কোরবানি দিবেন, তারা সবাই আজই পশু কিনবেন। সব দিক মিলে আজ কোরবানির শেষ হাটে গরুর দাম এমন বেড়েছে বলেই ধারণা তাদের।
বিভিন্ন হাটে সরেজমিনে ঘুরে দেখা যায়, শুক্রবার সন্ধ্যার পর পুরোদমে জমে উঠেছে পশুর হাট। যা আছে সেগুলোর দাম গতকালের থেকে অনেক বেশি। যার ফলে ক্রেতারাও কোরবানীর পশু কিনতে পারলেও দামে অসন্তুষ্ট তারা। অনেকে ক্রেতাই অভিযোগ করে বলেছেন, কোরবানীর পশুর কৃত্রিম সংকটের চেষ্টা চালানো হচ্ছে।
বিডি প্রতিদিন/ ১ সেপ্টেম্বর, ২০১৭/ তাফসীর